ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

পাকিস্তান ভারতের পর এবার শ্রীলঙ্কায় পঙ্গপালের হানা

পাকিস্তান ভারতের পর এবার বোধহয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় হানা দিয়েছে ফসলের জম হিসেবে খ্যাত পঙ্গপাল। হলুদ দাগযুক্ত এক ধরনের স্থানীয় ফড়িংয়ের উপস্থিতির কথা জানিয়েছে লঙ্কান কর্তৃপক্ষ। ক্ষতিকর এই পতঙ্গ দেশটির অন্তত চারটি জেলায় ক্ষতির মুখে পড়েছে ফসল।

এসব ফড়িংয়ের সাথে ভারতে হানা দেওয়া পঙ্গপালের সংযোগ থাকতে পারে বলে ধারণা করছে দেশটির কৃষি বিভাগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুকূল আবহাওয়া ও অন্যান্য কারণে স্থানীয় পঙ্গপালের প্রজনন ঘটছে খুব দ্রুত। এতে বিপুল পরিমাণ শস্যের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কলা, নারিকেল ও রাবার বাগান। পঙ্গপাল ধ্বংসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কৃষি বিভাগ। রাসায়নিক ও আগুনের মাধ্যমে চলছে নিয়ন্ত্রণের চেষ্টা। এদিকে ভারতে ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় লাখে লাখে ছড়িয়ে পড়েছে পঙ্গপাল।

ads

Our Facebook Page